ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন আর্ল মিলার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন আর্ল মিলার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

ঢাকা: বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার চলতি সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন। আগামী মঙ্গলবার (০৪ ডিসেম্বর) তিনি সেখানে যেতে পারেন।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।  

মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে সক্রিয় রয়েছে।

এ লক্ষ্যে মিয়ানমারের ওপর নানাভাবে চাপও প্রয়োগ করে চলেছে যুক্তরাষ্ট্র। সে কারণেই রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান রাষ্ট্রদূত মিলার।  

নতুন মার্কিন রাষ্ট্রদূত আগামী মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেন। সেখানে দু’তিনদিন তিনি অবস্থান করবেন বলে জানা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহযোগিতা দিয়ে আসছে।  

রবার্ট আর্ল মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসেছেন। এরপর ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন। সে সময় মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বিদায় নেওয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারের নাম ঘোষণা করেন। এরপর গত ১৩ অক্টোবর মার্কিন সিনেটে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনও পান আর্ল রবার্ট মিলার। সে অনুযায়ী গত ১৮ নভেম্বর তিনি ঢাকায় আসেন। আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার। সেখান থেকেই ঢাকায় আসেন তিনি।  

প্রায় চার বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে গত ২ নভেম্বর বিদায় নেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।  তার স্থলাভিষিক্ত হন মিলার।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।