ঢাকা: বিজয়ের মাসের শুরুতেই স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মরণ করেছে ঢাকার জার্মান দূতাবাস। কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার উদ্ধৃতি দিয়ে শহীদদের স্মরণ করেছে দেশটি।
রোববার (০২ ডিসেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে বিজয়ের মাস শুরু হওয়ায় স্বাধীনতার শহীদদের স্মরণ করেছে।
এতে বলা হয়, বিজয়ের মাস শুরু হওয়ায় যেসব শহীদ স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের আমরা স্মরণ করছি।
তাদের জীবনের বিনিময়েই এই দেশ এখন স্বাধীনতার স্বাদ ভোগ করছে। এছাড়াও শহীদদের স্মরণে কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার অংশ বিশেষ উদ্বৃতি তুলে ধরেছে দূতাবাস।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
টিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।