সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় অামতৈল গ্রামের মটারের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফইম হোসেন অামতৈল গ্রামের মাদ্রাসাপাড়া এলাকার ইসাহাক অালীর ছেলে।
উপ পরিদর্শক (এসঅাই) শাকিল বাংলানিউজকে জানান, ওই এলাকার অাব্দুস সাত্তারের মেহগনি বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে অাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কোনো কিছু দিয়ে অাঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী রুনি খাতুন জানান, রোববার (২ ডিসেম্বর) বিকেলে তার স্বামী ফইম হোসেন বাড়ি থেকে বের হয়ে অার ফিরে অাসেননি। রাতে তাকে অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, ফইম তেমন কাজ কাম করতেন না। তাস ও জুয়া খেলতেন। তাদের ধারণা জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে।
পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
আরএ