ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুরের হালডুবা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সার্জেন্টসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (০৩ ডিসেম্বর) সকালে ওই এলাকার রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি ছিলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তার নাম মিজানুর রহমান (৫০)। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ার মুজিবুর রহমানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজেন্দ্রপুর এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মিজানুর রহমানসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ তিনটি রাজেন্দ্রপুর এলাকায় রয়েছে। তাদের একজন ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি এখনও।

এদিকে, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবরিনা জেবিন বাংলানিউজকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা গেছেন এ ঘটনায়। এছাড়া আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।