সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের খোঁজ-খবর নেন তিনি।
এসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।
পুলিশ সুপারকে পাশে পেয়ে নিহত চঞ্চলের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এসময় পুলিশ সুপার তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।
এর আগে গত ১ ডিসেম্বর দুপুরে বাগমারার তাহেরপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে চঞ্চল কুমার সরকার নিহত হন। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগমারা থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ এক আসামিকে গ্রেফতারও করেছে। খোদ রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ মামলাটির তদন্ত কাজ তদারকি করছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসএস/আরবি/