দবিরুল ইসলাম ইসলাম। ছবি: বাংলানিউজ
ময়মনসিংহ: ময়মনসিংহের চরপাড়া এলাকায় একটি কোরিয়ার সার্ভিসে ডাকাতির নাটক সাজিয়ে ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড কোম্পানিতে গত শনিবার (১ ডিসেম্বর) দু’জন কর্মচারীকে হাত-পা বেঁধে ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে।
এমন সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী রেইনবো এক্সপ্রেসের ম্যানেজার দবিরুল ইসলামকে (৩৯) সোমবার নগরের চরপাড়া থেকে আটক করে ডিবি।
পরে আটক দবিরুল ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করে জানায়, ডাকাতির নাটক সাজিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে।
বাংলাদেশ সময় ১৯২৯ ঘন্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমএএএম/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।