সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহত স্কুলছাত্রী সুমাইয়ার বাবা ও মামলার বাদী বিল্লাল শিকদার।
তার অভিযোগ, ২০১৫ সালের ১৩ আগস্ট জেলার সদর উপজেলার মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপী আক্তারকে ধর্ষণের পর বিষ পান করিয়ে হত্যা করা হয়।
বিল্লাল শিকদার সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন, গ্রেফতারকৃত আসামিরা সবাই জামিনে বেড়িয়ে এসে প্রতিনিয়ত আমাদের জীবননাশের হুমকি দিয়ে আসছেন। এজন্য গত দুই বছর ধরে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এছাড়া পুলিশের সহযোগিতায় উজ্জ্বল, নাজমুল, সজিব, আল-আমিন এরই মধ্যে দেশের বাইরে চলে গেছেন। মামলার প্রধান আসামি রানা নাগার্সী, শিপন শিকদার, রফিকুল, রকিব শিকদার, সজিব হাওলাদার, রানার মা সালমা বেগম গ্রেফতার হন। কিন্তু পরে তারা জামিনে বের হয়ে আমাদের হুমকি ধামকি দিয়ে আসছেন। বাকি দুই নম্বর আসামি উজ্জ্বল, মেহেদী, নাজমুল ও আল-আমিন এখনও পলাতক। পুলিশ তাদের আজও খুঁজে বের করতে পারেনি।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
এসআই