ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় অনুদান সহায়তা প্রকল্পের সমঝোতা স্মারক সই 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
ভারতীয় অনুদান সহায়তা প্রকল্পের সমঝোতা স্মারক সই  ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় হাইকমিশন ভারতীয় অনুদান সহায়তার আওতায় পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক এলাকায় তিনটি নতুন উন্নয়ন প্রকল্পের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (৩ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনে এ চুক্তি সই হয়। এ প্রকল্পগুলোর আওতায় বান্দরবন জেলার মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়; রাঙ্গামাটি জেলার ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় (এটি হবে এ এলাকায় প্রথম চার তলাবিশিষ্ট একাডেমিক ভবন) এবং খাগড়াছড়ি জেলার গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হবে।

প্রকল্পগুলোর মোট ব্যয় ৫ দশমিক ৮৫ কোটি টাকা। প্রকল্পগুলো সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে।  

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মাতামুহুরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উ উই চারা ভিক্ষু, ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা, গাছবান নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি চাকমা প্রমূখ।

দীর্ঘদিন থেকেই ভারত সরকার বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পানি, সংস্কৃতি, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা করে আসছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘন্টা, ০৩ ডিসেম্বর, ২০১৮
টিআর/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।