সরেজমিনে দেখা যায়, আমন ধান কাটা এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। এখনও ১৫ ভাগ ক্ষেতে পাকা ধান রয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে অবশিষ্ট পাকা ধান কাটা হবে। আমন ধান কাটা হলেই আগাম বোরো বীজতলা রোপণ করা হবে।
এ বিষয়ে ক্ষুদ্র প্রান্তিক শ্রেণির কৃষকেরা বাংলানিউজকে জানায়, চলতি বছর আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। তবে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা ।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামের কৃষক লতিফ মিয়া বাংলানিউজকে জানান, তার দুমাইল গ্রামের কিছু জমিতে এখনো পাকা ধান কাটা হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে তিনি আগাম বোরো বীজতলা তৈরি শুরু করেছেন। নতুন জমি তৈরি হতে ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। জমি তৈরি হলেই এই বীজতলা রোপণ করবেন।
একই কথা বলেন দিনাজপুর সদর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান। তিনি বাংলানিউজকে জানান, আগাম আমন ধান চাষ করে এবার কৃষকরা কিছু লাভ করেছে। তাই কিছু কিছু জমিতে আগাম বোরো বীজতলা তৈরি করছেন যা কিছুদিন পর নতুন জমিতে রোপণ করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে এবার বোরো ধানেরও বেশি ফলন পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এনটি/এমকেএম