সোমবার (০৪ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশের প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাবরাং ইউনিয়নের জিন্নাখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনের বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যান। পরে বস্তা থেকে ৩০ হাজার পিস ইয়াবা ও এক হাজার ২৭৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও বিয়ারের আনুমানিক মূল্য ৯৩ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা।
তিনি জানান, উদ্ধার করা ইয়াবা ও বিয়ার ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এসবি/আরআইএস/