বুধবার (০৫ ডিসেম্বর) সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।
ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।
মারিও পালমা বলেন, বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য। এদেশে কর্মজীবনে অনেক সুখকর স্মৃতি রয়েছে, যা বারবার বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দেবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশে সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসএম/জেডএস