এ উপলক্ষে বুধবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ প্রকল্পের আওতায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ মেলা অনুষ্ঠিত হয়।
নারী নির্যাতন বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযানের লক্ষ্যে উন্নয়ন সংস্থা এসোগড়ি, বাপসা, এনআরডিএস এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মেলায় স্টল নিয়ে অংশ নেয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় ব্র্যাকের জেলা প্রতিনিধি চৌধুরী শরীফুর রহমান পন্নীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা নারী বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার, যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের জেলা আহ্বায়ক আবুল কাশেম, এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার, অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো. হাবীবুর রহমান, মো. সাইফুল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও মেলায় রচনা প্রতিযোগিতা, সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা, গণস্বাক্ষর সংগ্রহ ও গণনাটক অনুষ্ঠিত হয়। মেলার শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জিপি