বুধবার (০৫ ডিসেম্বর) রাত উপজেলার বোয়ালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নার্গিস টাঙ্গাইলের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বোয়ালী (মধ্যপাড়া ) গ্রামের হারুন মিয়ার স্ত্রী।
নিহতের স্বামী হারুন জানান, রাত আনুমানিক ৮টার দিকে তার দোকানের এক কর্মচারী এক বছর বয়সী শিশুর জন্য দুধ নিয়ে বাড়িতে আসেন। পরে তিনি ঘরের ভেতর থেকে দরজা আটকানো ও শিশুর কান্না শুনে আমাকে জানায়। তিনি দূরে থাকায় মোবাইল ফোনে অপর একজনকে বাসায় যাওয়ার নির্দেশ দেন। তিনি যাওয়ার পর পরিস্থিতি খারাপ ভেবে টয়লেটের পাশ দিয়ে ঘরে ঢুকে নার্গিসকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন, উপ-পরিদর্শক (এসআই) ফকরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
আরআইএস/