ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো বাসাবাড়ি-দোকান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
গাজীপুরে আগুনে পুড়লো বাসাবাড়ি-দোকান আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি শরীফপুর এলাকায় একটি বাসাবাড়ি ও দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই বাসাবাড়ির টিনশেডের ১০টি কক্ষ ও দু’টি দোকান পুড়ে গেছে। 

বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই এলাকার মাহমুদা আলমের বাসাবাড়িতে আগুন লাগে।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, মালেকের বাড়ির শরীফপুর এলাকায় মাহমুদা আলমের টিনশেড বাসাবাড়ি ও দু’টি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ওই বাসাবাড়ির ১০টি কক্ষ ও দু’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।