ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ সভা, শোভাযাত্রার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের জেল রোডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অপরদিকে বিদসটিকে শ্রদ্ধাভরে পালন করার জন্য জেলার তরুণরা ফেনীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ৩৯ কিলোমিটার তারুণ্যে পদযাত্রার আয়োজন করেছে।
সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের দত্তসার দিঘী পাড় থেকে এ পথযাত্রা শুরু হয়ে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে ফেনীর অপর প্রান্ত দাগনভূঁইয়া উপজেলার শেষ প্রান্তে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এতে ৭১ জন তরুণ অংশ নিয়েছেন। পথযাত্রার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও তরুণ সংঘ সংগঠনের সভাপতি নূর শাহ আজাদ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এসএইচডি/আরবি/