ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, স্ট্রোকে নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
না’গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, স্ট্রোকে নারীর মৃত্যু সংঘর্ষের সময় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: মজুরি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে এন আর গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ২০ শ্রমিক ও ৯ পুলিশ সদস্য। সংঘর্ষ চলাকালে ভয়ে স্ট্রোক করে বুলি নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ফতুল্লার ভোলাইলে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করেন।

নিহত বুলি ওই প্রতিষ্ঠানের নারী শ্রমিক ছিলেন।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ২০ শ্রমিক ও ৯ পুলিশ সদস্য আহত হন।  

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে ভয়ে স্ট্রোক করে ওই নারীর মৃত্যু হয়েছে।  তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।