বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয়রা জানান, গত ৩০ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিয়েন্দভুষণ চক্রবর্তীর গায়ে আগুন ধরিয়ে দেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার সিটি হাসপাতালে ছয়দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার উদ্দেশেই পরিকল্পিতভাবে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে জয় লাল নাথ ও জয়ন্ত লাল নাথ নামে দু'জনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। এরইমধ্যে আটক জয় লাল নাথ আদালতে ১৬৪ ধারায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, প্রবীণ শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দুই সহোদরকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এনইউ/আরবি/