বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর তালতলা ও আগারগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে তালতলা ও আগারগাঁও এলাকায় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, নার্সারিসহ প্রায় ১২০টি স্থাপনা উচ্ছেদ করে ২০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ। ডিএনসিসি’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
ওএইচ/