বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ স্মরণে আয়োজিত এই সেমিনারের আয়োজন করে ইন্ডিয়া ফাউন্ডেশন ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।
সেমিনারে সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজ বিস্ময়করভাবে সমাপ্ত করেছেন। এই দুই নেতৃত্বকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্ণনা করেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, আর তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ রক্ষা করেছেন। ’
তিনি সেমিনারে বাংলাদেশের নানা খাতে অগ্রগতি তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর, ২০১৮
টিআর/আরআর