স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় নিজের একটি গরু ফার্ম পরিদর্শন শেষে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। কাদিরপুর নদীর পাড়ে একটি ইটের ভাটার কাছে আসলে তার ব্যবহৃত জিপ গাড়িটিকে লক্ষ্য করে হঠাৎ করেই বিপরীত দিক থেকে একটি ট্রাক ছুটে এসে তাকে বহনকারী জিপটিকে ধাক্কা দেয়।
হঠাৎ করেই ট্রাকটিকে ছুটে আসতে দেখে জিপের চালক নিজের গাড়িটিকে রক্ষা করতে চেষ্টা করেন। এসময় অল্পের জন্য রক্ষা পায় উপজেলা চেয়ারম্যানকে বহনকারী জিপটি। ট্রাকের সাথে জিপ গাড়িটির সামনের অংশে আঘাত লাগলে সামান্য আহত হন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। এসময় ট্রাকের ড্রাইভার ও তার অপর সঙ্গী দ্রুত ট্রাক থেকে নেমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, যে ট্রাকটি চেয়ারম্যানের গাড়িটিকে চাপা দেওয়ার চেষ্টা করে সেই ট্রাকটি সন্ধ্যা থেকেই ঘটনাস্থল থেকে কিছু দূরে রাস্তার পাশে পার্কিং করা ছিলো।
শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার জানান, আমি ইটের ভাটার কাছাকাছি আসার সাথে সাথেই অপর দিক থেকে আসা ট্রাক আমাদের লক্ষ্য করে দ্রুত গতিতে ছুটে আসতে থাকে। আমি সামান্য আহত হলেও গাড়িটির সামনের দিকে ব্যাপক ক্ষতি হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়ঃ ০৩২৫ ঘন্টা, ডিসেম্বর ৬, ২০১৮
এমএমএস