ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে খানজাহান আলী মাজারে ২ দিনব্যাপী ওরশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
বাগেরহাটে খানজাহান আলী মাজারে ২ দিনব্যাপী ওরশ খানজাহান আলীর মাজার। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট খানজাহান আলীর (রহ.) মাজারে দুই দিনব্যাপী বাৎসরিক ওরস শুরু হয়েছে। ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এখন মাজার প্রাঙ্গণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসেন এখানে। তবে মুসলিম সম্প্রদায়ের দর্শনার্থীদের সংখ্যাই বেশি। প্রত্যেকে নিজ নিজ ধর্মমতে আরাধনা করছেন সৃষ্টিকর্তার। 

শনিবার (৮ ডিসেম্বর) ভোরে আনুষ্ঠানিকভাবে ওরশ মোবারক শুরু হয়। ওরশ শরীফ শেষ হবে রোববার (৯ ডিসেম্বর) রাতে।

মাজারে আগত দর্শনার্থী মামুন আহমেদ বলেন, বন্ধু-বান্ধব নিয়ে প্রতিবছরই মাজারে ওরশ শরীফে আসি। এখানে এসে খুব ভাল লাগে।

কুষ্টিয়া থেকে আগত লালন একাডেমির সদস্য ফকির শহিদুল ইসলাম বলেন, আমি লালনের ভক্ত। দেশ এবং দেশের বাহিরের সব মাজারে আমার পদচারণা আছে। আমি বাবা খান জাহান আলীর (রহ.) মাজারের ওরশ শরীফে নিয়মিত আসি। এখানে আধ্যাত্মিক গান করি। দু’দিন থেকে আবার চলে যাই।
প্রত্যেকে নিজ নিজ ধর্মমতে আরাধনা করছেন সৃষ্টিকর্তারদর্শনার্থী রুস্তম আলী বলেন, এখানে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির আজগর করি। এখানে আসলে মনটা ভাল হয়ে যায়। এখানে সব ধর্মের ও বর্ণের  দর্শনার্থীরা আসেন।

বাগেরহাট মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় সাড়ে ৫০০ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎসরিক ওরশ মোবারক পালিত হয়। এ দু’দিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীরা এখানে ভিড় জমায় সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।