শনিবার (৮ ডিসেম্বর) ভোরে আনুষ্ঠানিকভাবে ওরশ মোবারক শুরু হয়। ওরশ শরীফ শেষ হবে রোববার (৯ ডিসেম্বর) রাতে।
মাজারে আগত দর্শনার্থী মামুন আহমেদ বলেন, বন্ধু-বান্ধব নিয়ে প্রতিবছরই মাজারে ওরশ শরীফে আসি। এখানে এসে খুব ভাল লাগে।
কুষ্টিয়া থেকে আগত লালন একাডেমির সদস্য ফকির শহিদুল ইসলাম বলেন, আমি লালনের ভক্ত। দেশ এবং দেশের বাহিরের সব মাজারে আমার পদচারণা আছে। আমি বাবা খান জাহান আলীর (রহ.) মাজারের ওরশ শরীফে নিয়মিত আসি। এখানে আধ্যাত্মিক গান করি। দু’দিন থেকে আবার চলে যাই।
দর্শনার্থী রুস্তম আলী বলেন, এখানে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির আজগর করি। এখানে আসলে মনটা ভাল হয়ে যায়। এখানে সব ধর্মের ও বর্ণের দর্শনার্থীরা আসেন।
বাগেরহাট মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় সাড়ে ৫০০ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎসরিক ওরশ মোবারক পালিত হয়। এ দু’দিনে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীরা এখানে ভিড় জমায় সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এসআরএস