এ উপলক্ষে শনিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদ ফারুক।
মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগরের কমান্ডার মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) আবদুল হক বীরবিক্রম, আবদুস ছত্তার বীরউত্তম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শেখ কুতুব উদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরাম বিভাগীয় আহ্বায়ক প্রদীপ কুমার ঘোষ, ভাষাসৈনিক মো. ইউসুফ কালু প্রমুখ।
সভা শেষে কমান্ড কার্যালয় সম্মুখ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সেনাবাহিনী বরিশাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমএস/এএটি