চীনা রাষ্ট্রদূতের উত্থাপন করা বাকি ৩টি সুপারিশ হলো- উদ্ভাবন ও মিথষ্ক্রিয়া গভীর করা, নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে শক্তিশালী সহযোগিতা থাকা এবং সংস্কৃতি ও মানুষের মাঝে সংযোগ গভীরে নেয়া।
তিনি বলেন, সমতা ও পারস্পরিক বিশ্বাস নিয়ে ভালো অংশীদার হওয়ার জন্য আমাদের হাত মেলানো উচিত।
রাজধানীর সিক্স সিজনস হোটেলে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক, ভবিষ্যতের সম্ভাবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো এসব কথা বলেন। বাংলাদেশি প্রতিষ্ঠান কসমস গ্রুপের জনহিতকর সংস্থা কসমস ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে।
বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন এবং বর্তমান প্রেক্ষাপটে দু’দেশের সম্পর্ক, ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ (আইএসএএস) এর প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘন্টা, ৯ ডিসেম্বর, ২০১৮
টিআর/এসআইএস