ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৫ জয়িতাকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
মাগুরায় ৫ জয়িতাকে সম্মাননা  মাগুরায় ৫ জয়িতাকে সম্মাননা। ছবি: বাংলানিউজ

মাগুরা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাগুরায় পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) জেলা মহিলা বিষয়ক দফতরের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।  

এ উপলক্ষে জেলা প্রশাসনের ট্রেজারি শাখা মিলনায়তনে মহিলা সমাবেশ, আলোচনা, সম্মাননা ও অনুদানের চেক বিতরণ করা হয়।

 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আলী আকবর।  

বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. মুন্সী মো. ছাদুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সুফিয়ান ও জাতীয় মহিলা সংস্থার মাগুরা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন প্রমুখ।  

এবার জেলায় পাঁচটি ক্যাটাগরিতে উত্তীর্ণ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রুকসানা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নার্গিস পারভিন, সফল জননী নারী দিলরুবা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যমে জীবন শুরু করা নারী হেনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী জেসমিন রহমান।  

শেষে ২০১৭-১৮ অর্থবছরে জেলায় ৫১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের ১০ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।