রোববার (৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুড়ি হলরুমে কুড়িগ্রাম সদর উপজেলা পর্যায়ে ৫ জন ও জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার নির্বাচিত জয়িতাদের হাতে সনদ, ফুল, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, ২২ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ, মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সার্কেল এএসপি মিজান, মজিদা কলেজের সহযোগী অধ্যাপক ইয়াসমিন জাফরী রেশমা, মহিলা সংগঠন সমূহের সভানেত্রী দিলরুবা খানম ঝুমা প্রমুখ।
জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য সমস্ত বানু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে লাইলী বেগম, সফল জননী সুফিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য নাসরিন নাহার, সমাজ উন্নয়নে অবদানের জন্য তহ্মিনা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য মুন্নি বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে লাইলী বেগম, সফল জননী নুরবানু বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুর জন্য আছমা বেগম, সমাজ উন্নয়নে অবদানের জন্য তহ্মিনা আক্তারকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এফইএস/আরবি/