রোববার (৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সাহেদুল ইসলাম, অনিমা রায়, রেজাউল করিম, আমজাদ হোসেন ও মোছা. রাশেদা খাতুন।
বক্তারা বলেন, এসব চাকরির পরীক্ষা ঢাকায় গিয়ে দিতে হয়। এতে করে সাধারণ চাকরিপ্রার্থীদের ব্যয়ভার বহনসহ নানা সমস্যায় পড়তে হয়। আমরা চাই এসব চাকরির নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া হলে সাধারণ চাকরিপ্রত্যাশীরা উপকৃত হবেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এফইএস/আরবি/