নিহত সবুজ যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথার সম্পাদনা সহকারী ও যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সদস্য। তার বাবা শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় এলাকার মৃত রফিকুল আলম।
নিহতের স্বজনরা বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় বাসা থেকে কর্মস্থলে আসার পথে যশোর শহরের কোল্ড স্টোর মোড়ে একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও তার চালক শাহিনকে আটক করা হয়েছে।
এদিকে, সবুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ সভাপতি প্রণব দাস, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পৃথক বিবৃতিতে শোকপ্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ইউজি/এসএইচ