রোববার (০৯ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তন্ময় দাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে হারুন অর রশিদ (জেএসডি-মশাল প্রতীক), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আবদুল জলিল চৌধুরী (জেএসডি-তারা প্রতীক), জয়নাল আবদীন (জাসদ-মশাল প্রতীক) এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মাহমুদ আলী রাতুল (স্বতন্ত্র) ও মো. আবদুল মোতালেব (জেএসডি–তারা প্রতীক)।
পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর বর্তমানে জেলার ছয়টি আসনে প্রার্থী ৫৫ জন।
এরআগে নোয়াখালীর ৬টি আসনে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই-বাছাইয়ের ৬০ জনের প্রার্থীতা বৈধ হয় এবং ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসএইচ