ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীর ৬টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
নোয়াখালীর ৬টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নোয়াখালী: নোয়াখালীর ৬টি আসনের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৬ (হাতিয়া) এ ৩টি আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (০৯ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তন্ময় দাস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে হারুন অর রশিদ (জেএসডি-মশাল প্রতীক), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আবদুল জলিল চৌধুরী (জেএসডি-তারা প্রতীক), জয়নাল আবদীন (জাসদ-মশাল প্রতীক) এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মাহমুদ আলী রাতুল (স্বতন্ত্র) ও মো. আবদুল মোতালেব (জেএসডি–তারা প্রতীক)।

 

পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর বর্তমানে জেলার ছয়টি আসনে প্রার্থী ৫৫ জন।  

এরআগে নোয়াখালীর ৬টি আসনে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে যাচাই-বাছাইয়ের ৬০ জনের প্রার্থীতা বৈধ হয় এবং ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।