আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- তেঁতুলিয়ায় গত তিন দিন ধরে তাপমাত্রা ১০ ও ৯ ডিগ্রিতে উঠানামা করছে।
তেঁতুলিয়া অাবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়স।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম বাংলানিউজকে জানান, পঞ্চগড়ে প্রতিবারে শীতের তীব্রতা একটু বেশিই থাকে। এবার সরকারিভাবে পাওয়া ২২ হাজার কম্বল জেলার বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। এছাড়া শীতের অন্যান্য চাহিদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কেনার পাশাপাশি তৈরি করছেন লেপ-তোশক।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
আরএ