ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ভারতের তৈরি ৫০ বাড়ি হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
রোহিঙ্গাদের জন্য ভারতের তৈরি ৫০ বাড়ি হস্তান্তর রাখাইনে ভারতনির্মিত বাড়ি/ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গাদের জন্য রাখাইনে নির্মিত ৫০টি ফ্যাব্রিকেটেড বাড়ি মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে ভারত। মিয়ানমারে ভারতের রাষ্ট্রপতির সফরকালে এ বাড়ি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার (১২ ডিসেম্বর) মিয়ানমারের প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমার প্রেসিডেন্ট অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার (১১ ডিসেম্বর) মিয়ানমারে যান।

সে সময়  নেপিদোয় মিয়ানমারের প্রেসিডেন্ট প্যালেসে দেশটির রাষ্ট্রপতি উ উইন মিন্টের সঙ্গে এক বৈঠক হয়। বৈঠকে দু’দেশের রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।  

বৈঠক শেষে দু’দেশের রাষ্ট্রপতির উপস্থিতিতে মিয়ানমারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নির্মিত প্রথম দফায় ৫০টি ফ্যাব্রিকেটেড বাড়ি হস্তান্তর করেন। মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মিয়াত আইয়ের কাছে এসব বাড়ি হস্তান্তর করেন তিনি। ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২৫০টি নির্মাণ করছে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১১-১২ ডিসেম্বর ভারত সফর করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।