শুক্রবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে সম্মাননা প্রদর্শন করতে এসে এমন মন্তব্য করেন আগত দর্শনার্থীরা।
বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিজয়ের মাসেই দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রায়েরবাজারে বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ বাংলানিউজকে বলেন, শহীদদের রক্ত বৃথা যায় না। এদেশের শহীদরা রক্ত দিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছেন আমাদের। যে রক্তের ঋণ কখনও শোধ করা যায় না। তবে এখন সময় এসেছে রক্তের মাধ্যমে সৃষ্ট সেসব স্বপ্ন পূরণের। সে পথেও হাঁটছি আমরা। স্বাধীন দেশের স্বপ্ন পূরণের পথ আর বেশি বাকি নেই।
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চেয়ারম্যান মুজিব খান বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তখন তিনি বাংলানিউজকে বলেন, যে উদ্দেশে শহীদরা আত্মহুতি দিয়েছেন, সেটা যেনো বাস্তবায়ন হয়। দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকুক এই আশা করি। আর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। তাদের রক্ত যেনো বৃথা না যায়।
এদিকে, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ফারজানা ইসলাম এসেছিলেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বাংলানিউজকে তিনি বলেন, শান্তিপূর্ণ দেশ চাই- একজন তরুণ হিসেবে আগামী নির্বাচনে নেতাদের কাছে এই আশাই থাকবে। আমি চাই রাস্তায় যেনো আর কোনো নারী অপদস্ত না হন। আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না দেশে। বুদ্ধিজীবীদের প্রাণের মূল্য দিতে চাই। আর তাদের রক্ত বৃথা যাবে না এই আশাই করি।
এছাড়া রায়েরবাজারে আগত দর্শনার্থীদের সঙ্গে কথা বলে এই একই মন্তব্য পাওয়া গেছে। সকলের মতে, শহীদদের রক্ত বৃথা যায় না। আর এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সকাল থেকে রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের উপস্থিতি দেখা যায়নি।
দেখা গেছে, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের পথনাট্য ও কবিতা পাঠের আসর। যেখানে মূল বিষয় ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ। তাছাড়া রায়েরবাজার এলাকায় পুলিশ-র্যাবসহ নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএএম/টিএ