শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পারের অপেক্ষায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুল আলিম বাংলানিউজকে জানান, রোববার ১৬ ডিসেম্বরের আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাড়ি যাচ্ছেন অনেকেই।
তিনি আরো জানান, সকালের দিকে মোটরসাইকেলের একটি বাড়তি উপস্থিতি ছিলো ফেরিগুলোতে। বর্তমানে এ নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। পারের অপেক্ষায় থাকা গাড়ির সঙ্গে নতুন যোগ না হওয়ায় এসব গাড়ি পার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনটি