তবে এদিনে বাংলাদেশের বিজয় অর্জিত হলেও বিজয়ের স্বাদ পাইনি কিশোরগঞ্জবাসী। উচ্চারণ করতে পারেনি সেই কাঙ্খিত স্লোগান ‘জয়বাংলা’।
জানা যায়, আলবদর-আলশামস ও রাজাকারদের দল ১৭ ডিসেম্বর সকাল পর্যন্ত কিশোরগঞ্জকে পাকিস্তান বানিয়ে রাখার চেষ্টা করে। গোটা দেশ যখন স্বাধীনতা অর্জনের উল্লাসে আত্মহারা তখনও হানাদার বাহিনীর দোসরদের কঠোর নির্যাতনের শিকার কিশোরগঞ্জ শহর। ১৬ ডিসেম্বর হানাদারদের দোসররা আত্মসমর্পণ করলেও কিশোরগঞ্জে যুদ্ধের পায়তারা করছিল দেশদ্রোহীরা।
১৬ ডিসেম্বর গভীর রাতে হানাদার বাহিনীর দোসররা মাইকে আত্মসমর্পণের কথা ঘোষণা করে। বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ার পরদিন ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ শহর শত্রুমুক্ত হয় এবং হানাদারদের দোসররা আত্মসমর্পণ করে।
হাজার হাজার মুক্তিযোদ্ধার ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয় গোটা কিশোরগঞ্জ শহর।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআরএস