ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে পথশিশুদের নিয়ে পুনাকের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
বিজয় দিবসে পথশিশুদের নিয়ে পুনাকের ব্যতিক্রমী আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজয় দিবস, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া পুলিশ লাইন্সের শহীদ মছির উদ্দিন মঞ্চে একত্রিত দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। সবার হাতেই লাল-সবুজের জাতীয় পতাকা। এছাড়া সবার সামনেই রয়েছে উন্নতমানের খাবারের প্যাকেট।

মহান বিজয় দিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া পুলিশ লাইন্সের শহীদ মছির উদ্দিন মঞ্চে এ আয়োজন করা হয়।

আর এ ব্যতিক্রমী অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন পুনাক বগুড়া জেলা শাখার সভানেত্রী রোমান আশরাফ।

অনুষ্ঠানে তিনি বাংলার বীর সেনানীদের বিজয়গাথা নানা দিক নিয়ে পথশিশুদের সঙ্গে আলোচনা করেন এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পাশাপাশি তিনি পথশিশুদের সামনে জাতীয় পতাকার মর্যাদা তুলে ধরেন। এরপর পথশিশুদের খাবার পরিবেশন করা হয়।
 
অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ পুনাকের নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে জেলার পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজ জানান, এরআগে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় হয়নি। পুনাক সভানেত্রীর ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।