খবর পেয়ে সোমবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।
এর আগে রোববার (১৬ ডিসেম্বর) শেষ রাত ৩টার দিকে গরু আনার জন্য ভারতের উদ্দেশে রওনা হয় আব্দুর রহিম।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার সকালে স্থানীয়রা কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশ ভূ-খণ্ডের ৫শ’ গজ ভেতরে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও বিজিবিকে খবর দিলে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
আরএ