ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
ফুলপুরে ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ট্রলিচাপায় জাকিরুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোটচিলাগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশের সড়কে এই দুর্ঘটানা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার জারুয়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে এবং ছোটচিলাগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দুপুরে বিদ্যালয় মাঠে জাকিরুল খেলার সময় সংলগ্ন রাস্তায় গেলে বালুবোঝাই একটি ট্রলির চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বদরুল আলম খান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রলিসহ চালক শামীমকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।