ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাইকে চড়ে অফিস গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
বাইকে চড়ে অফিস গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক বাইকে চড়ে অফিসে যাচ্ছেন পলক-ছবি-বাংলানিউজ

ঢাকা: শপথের পর প্রথমদিন মোটরসাইকেলে চড়ে অফিসে পৌঁছেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নতুন সরকারের মেয়াদের প্রথম কার্যদিবস ছিল মঙ্গলবার (৮ জানুয়ারি)। এদিন চিরায়ত নিয়ম ভেঙে নিজের ব্যবহৃত গাড়ি ছেড়ে বাইকে চড়ে অফিসে যান প্রতিমন্ত্রী।

সোমবার (৭ জানুয়ারি) শপথ গ্রহণ করে পুনরায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পান পলক। বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের পূর্বনির্ধারিত সময় ছিল মঙ্গলবার বেলা ১২টায়।

 

এদিকে সকাল ৯টায় তিনি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় সংসদে পৌঁছান। তারপর সংসদ ভবন থেকে আইসিটি টাওয়ারের উদ্দেশে রওনা হন।  তবে বিপত্তি বাধে সড়কের যানজট।  

যথাসময়ে পৌঁছানোর জন্য তিনি প্রটোকল ছেড়ে মোটরসাইকেলযোগে আইসিটি টাওয়ারের উদ্দেশে রওনা হন। পূর্ব নির্ধারিত সময়ে তিনি নিজ কর্মস্থলে উপস্থিত হন।

তার এ আগমনে আইসিটি টাওয়ারের মূল গেটে আগে থেকে অপেক্ষমান কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন পলক।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।