ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে খাল দখলের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
নবীগঞ্জে খাল দখলের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় খাল দখলের সময় হাতেনাতে আটক করে আমিনুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আমিনুর ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তসিফ উল্লার ছেলে।

এসিল্যান্ড আতাউল গনি ওসমানী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার নিজের বাড়ির পাশে একটি সরকারি খাল দখল করে মাটি ভরাট করছিলেন আমিনুর রহমান। খবর পেয়ে বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাকে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।