ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ২ অপহরণকারী আটক, স্কুলছাত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
ঘাটাইলে ২ অপহরণকারী আটক, স্কুলছাত্র উদ্ধার আটক ২ অপহরণকারী, পুড়িয়ে দেওয়া প্রাইভেটকার ও উদ্ধার স্কুলছাত্র

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে দুই অপহরণকারীকে আটক এবং অপহৃত তানজিল (১৪) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার সলিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

তানজিল ময়মনসিংহের ফুলবাড়িয়া কোষমাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সে ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে কুষমাইল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল তানজিল। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার এসে ডিবি পরিচয় দিয়ে থানায় মামলা আছে বলে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে ঘাটাইল উপজেলার গারোবাজারের দিকে রওনা দেয়। অন্যদিকে একজন অপহরণকারী তার মোটরসাইকেলটি নিয়ে যান। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা প্রাইভেটকারটির পিছু নেয়। বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অপহরণকারীরা ঘাটাইল উপজেলার সলিং বাজার এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটির গতি রোধ করে স্থানীয়রা। এ সময় তারা পালানোর চেষ্টা করলে দুই অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং প্রাইভেটকারটি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।  

গণপিটুনিতে দুই অপহরণকারী আহত হওয়ায় তাদের প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বিদেশি পিস্তলসহ দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশসময়: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।