পঞ্চগড়ের জগদল বাজারে এক দোকান ঘিরে অনেক লোকের সংখ্যা চোখে পড়ে। কাছে গিয়ে দেখা যায়, শীতের সন্ধ্যায় সেখানে পিঠা খেতে ভিড় জমিয়েছেন লোকজন।
কথা হয় তেঁতুলিয়া উপজেলার ভজপুর বাজারের পিঠা বিক্রেতা আমিনারের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, সারাদিন অন্যান্য কাজের পর বাড়তি কিছু উপার্জনের জন্য তিনি পিঠা বিক্রি করছেন। প্রতি পিস ভাপা ও চিতই পিঠা ৫ টাকা। তবে অন্য পিঠার চেয়ে ভাপা ও চিতই পিঠার চাহিদাই বেশি বলে জানান তিনি।
একই উপজেলার শালবাহান বাজারের পিঠা বিক্রেতা মাসুদ বাংলানিউজকে জানান, এ মৌসুমে পিঠা বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে দোকানও বেড়ে গেছে। সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্রি হচ্ছে পিঠা। তবে সন্ধ্যার পর পিঠা বিক্রির ধুম পড়ছে। দোকানের সংখ্যা বাড়লেও ক্রেতাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
অপরদিকে, হাসান নামে একজন পিঠা খেতে খেতে বাংলানিউজকে জানান, শীতের সময় বাজারে সহজেই পিঠা পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে একত্র হয়ে তার পিঠা খেতে ভালো লাগে। তিনি আরো জানান, ব্যস্ততার কারণে বাড়িতে পিঠা খাওয়ার সময় না পাওয়ায় বাজারের কেনা পিঠার স্বাদ নেওয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এসআরএস