শনিবার (১২ জানুয়ারি) থেকে জেলা শহরের খৈয়াশার এলাকায় একটি ভাড়া বাসায় নতুন এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৩ জানুয়ারি) থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রতি সপ্তাহের রোব থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেওয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেওয়ার সাত কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকেই মিলবে ভারতীয় ভিসা।
তবে এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআরএস