ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না ফেরার দেশে চিকিৎসক দাস রনবীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
না ফেরার দেশে চিকিৎসক দাস রনবীর

বরিশাল: না ফেরার দেশে চলে গেলেন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক দাস রনবীর।

শনিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিলো ৪৫ বছর।

দীর্ঘদিন যাবত তিনি লিভার ও কিডনি রোগে ভুগছিলেন।

রোববার (১৩ জানুয়ারি) সকালে প্রথমে তার মরদেহ নিজ বাড়ি উপজেলার দক্ষিণ বিল্বগ্রামে নিয়ে আসা হয়। সেখান থেকে তার মরদেহ উপজেলা সদরে ও পরে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো তাকে দেখতে বরিশালের বিভিন্ন উপজেলার হাজারও মানুষ ভিড় জমান। পাশাপাশি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকর্মীসহ সাধারণ মানুষের ভালোবাসায় স্নিগ্ধ হন এ চিকিৎসক। দুপুর ২টায় দক্ষিণ বিল্বগ্রামে পারিবারিক শশ্মাণে তার দাহ করা হয়।

দাস রনবীর চিকিৎসক হওয়ার পর থেকে নিজ এলাকাসহ আশপাশের গরিব, দুঃখি ও অসহায় রোগীদের  ফ্রি চিকিৎসা দেওয়াসহ বিভিন্নভাবে সহায়তা করতেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।