ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
কুমিল্লায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু ভারতীয় ভিসা সেন্টার। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই কুমিল্লা শহরে ভারতীয় ভিসা আবেদন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) সকাল থেকে শহরের নজরুল এভিনিউ রোডের গাঙচিল ভবনের দ্বিতীয়তলায় এ কার্যক্রম শুরু হয়। নিচতলায় স্থাপন করা হয়েছে ইউক্যাশে ভিসার টাকা (৮৭০) জমা দেওয়ার বুথ।

উপ-মহাদেশের প্রাচীন শহরখ্যাত কুমিল্লায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়ায় কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ফেনী ও নোয়াখালীবাসীর লোকজন ভিসা গ্রহণের সুবিধা পাবেন।

ভিসা সেন্টারের সুপার ভাইজার জাসেদ হোসেন বাংলানিউজকে বলেন, আনুষ্ঠানিকভাবে এ সেন্টার কবে উদ্বোধন করা হবে তা ভারতীয় দূতাবাসই জানে। আপাতত আমরা কাজ শুরু করে দিয়েছি।  

তিনি আরও বলেন, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেওয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।