রোববার (১৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও ছোট খোঁচাবাড়ী নামক স্থানে এ আগুনের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে চালক বুঝতে পেরে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটির ভেতরে থাকা ইলেক্ট্রিক্যাল তারের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এদিকে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরএ