ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় সীমান্তে ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
শার্শায় সীমান্তে ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ জব্দ করা ফেনসিডিল, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।

রোববার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে সীমান্তের শিকারপুর এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে শিকারপুর সীমান্তে অবস্থান করছে চোরাকারবারীরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

সেখানে সীমান্ত ঘেঁষা এলাকার একটি বাগানে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।