সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ দণ্ডাদেশ দেন।
এর আগে দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগে তাকে আটক করেন।
ওসি দস্তগীর আহমেদ বাংলানিউজকে জানান, আকমল দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা অভিযোগ করায় দুপুরে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এসআই