রোববার (১৩ জানুয়ারি) বরিশাল কারা কর্তৃপক্ষ এই মামলা দায়ের করেন। এছাড়াও কারাগার থেকে রেশনের গম পাচারের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল কারাগারের জেলার মো. ইউনুস জামান।
তিনি বলেন, কারাগারের মেস থেকে কিছু গম বিক্রি করার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। মেস ম্যানেজার শাহানুর এই গমগুলো ভ্যানে করে নগরের বাজার রোডে পাঠায়। গম নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। তখন সেই ভ্যানের ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হাতে লাঞ্ছিত হয় একজন ফটো সাংবাদিক।
এ ঘটনায় ৫ জন কারারক্ষী উজ্জল মিয়া, আবুল খায়ের, আবু বক্কর সিদ্দিক খোকন, কাওছার মিয়া ও আবু সাঈদকে সাময়িকভাবে বরখাস্ত করে কারা কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এমএস/এএটি