আগামী বুধবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ-বাংলা এডুকেশন সেন্টারটির নির্মাণ কাজ শুরু হচ্ছে। সেন্টারটির নির্মাণ মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (১৪ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৪ শতক জায়গার ওপর তিনতলা বিশিষ্ট সেন্টারটি নির্মাণে ৪ কোটি টাকার উপর ব্যয় হবে। ইতোমধ্যে সরকার থেকে ১ কোটি ৪৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আরও ২ কোটি টাকা বরাদ্দের আশা করা হচ্ছে। সেন্টার নির্মাণে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও বর্তমান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সহযোগিতা রয়েছে। এর আগে গত বছরের ১৫ মার্চ অর্থ প্রতিমন্ত্রী থাকাবস্থায় তিনি সেন্টারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০০১ সালে ট্রাস্টের যাত্রার কথা জানিয়ে মহিব চৌধুরী বলেন, বর্তমানে ট্রাস্টের সদস্য সংখ্যা ১৫৩ জন। ট্রাস্টের ফান্ডে ৪ কোটি টাকা জমা রয়েছে। প্রতিবছর মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। গত বছরও জেলার ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ শতাধিক জিপিএ-৫ প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩০ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই আজ দেশ-বিদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে পড়ছে। সেন্টার নির্মাণ শেষ হলে ট্রাস্টের কাজ আরও গতিশীল হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌল অধিদফতরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন কমিটিতে রয়েছেন মহিব চৌধুরী, আশিক চৌধুরী, নুরুল হক লালা, মুজিবুর রহমান মুজিব ও হাসনাত আহমদ চুনু।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ আহাদ, ট্রাস্টি নুরুল হক লালা, মোবারক আলী, প্রবাসী সাংবাদিক সাইদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এনইউ/ওএইচ/