ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ঘুড়ি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
লক্ষ্মীপুরে ঘুড়ি উৎসব ঘুড়ি উৎসবে মেতেছে শিশু-কিশোররা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ঘুড়ি উৎসবে মেতেছে শিশু-কিশোররা। এ যেন ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে আকাশ। পাখির মত উড়ছে ছোট-বড় ঘুড়ি। আনন্দে মেতেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মনে হয়েছিল তারাও উড়ছে ঘুড়ির সঙ্গে।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নিক্বন সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন।

 

এসময় উপস্থিত ছিলেন- কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, লক্ষ্মীপুর শিশু একাডেমির প্রশিক্ষক মাহাতাব উদ্দিন আরজু, নিক্বন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক অপু চন্দ্র দাস, কুশন কুরী, আশিক হাওলাদার ও ইসমাইল হোসেন খান সুজন প্রমুখ।

আয়োজকরা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিভিন্ন রঙের কাগজের ঘুড়ি, নাটাই ও সুতা দেয়। বিনামূল্যে দেওয়া ওইসব ঘুড়ি উড়িয়ে আনন্দে মেতে উঠে শিশু-কিশোররা।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।