ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের উজিরপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  

এসময় পণ্যের মোড়ক ব্যবহার না করা, ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উজিরপুর বাজারের সকাল-সন্ধ্যা সুইটমিট, নবীন ফার্মেসি, কাফী জেনারেল স্টোর, গিফট কর্নার ও জুয়েল মেডিকেল হলকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।